আজ ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ এর দুঃসহ স্মৃতি এখনও কাঁদায় পুরো কুতুবদিয়াবাসীকে
আহমেমদ কবীর সিকদার,কুতুবদিয়া( কক্সবাজার): আজ ভয়াল ২৯ এপ্রিল। সেই দুঃসহ স্মৃতি নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। এদিনে ‘ম্যারি এন‘ নামক ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় এলাকায় পূরো উপকূল। লাশের পরে লাশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল চারদিকে। রাতের নিস্তব্ধতা এবং অন্ধকার ভেদ করে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কুতুবদিয়া,কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, বাশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকুণ্ড […]