৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব কিনে নিলেন মুকেশ আম্বানি
ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব ও বিলাসবহুল গলফ রিসোর্টের মালিক এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি। এজন্য তাকে খরচ করতে হয়েছে ৫৯২ কোটি রুপি। জেমস বন্ড সিরিজের গোল্ডফিঙ্গার (১৯৬৪) ও টুমরো নেভার ডাই (১৯৯৭) সিনেমার শুটিং হয়েছিল এই স্টোক পার্কে। যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাসবহুল হোটেল ও গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে […]