মালয়েশিয়ায় ৫০১ অবৈধ অভিবাসী কর্মী আটক
মালয়েশিয়া সেলঙ্গার ইমিগ্রেশন ৫০১ অবৈধ অভিবাসী কর্মীদের আটক করেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্য রাতে ২২ নম্বর সেকশনে একটি পণ্য সামগ্রী পেকেজিং কোম্পানিতে স্থানীয় নাগরিকদের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান, সেলাঙ্গার জেআইএম -এর উপ-পরিচালক টারমিজি তালিব আলী হোসেন। গ্রেফতার কৃত সকলের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধো। তারা সকলে ভারত,ইন্দোনেশিয়া, নেপাল, […]