স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি নাটোেরে কেচুয়াকোড়া গ্রামের ৯০০ মিটার রাস্তা
আজাদুল বারী,বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কেচুয়াকোড়া( টলটলি পাড়া) গ্রামের ৯০০ মিটার রাস্তা নির্বাচন আসে,নির্বাচন যায়, নির্বাচিত হয় জন প্রতিনিধি কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচুয়াকোড়া গ্রামের প্রায় হাজারো মানুষের। এই গ্রামের সংযোগস্থলের মাত্র ৯০০ মিটার কাঁচা রাস্তা পাকা হওয়ার জন্য গ্রামবাসী অপেক্ষা […]