খালেদা জিয়া কী কুরবানি দিচ্ছেন?
এই হাসপাতাল এই বাসা—গত একটা বছর এভাবেই চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। তবে তার মনোবল দৃঢ় আছে। গত কয়েকটা বছর ঈদের আনন্দ জুটেনি তার ভাগ্যে। করোনা মহামারি, জেলজীবন সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। এবার মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন তিনি। কারণ, অনেক বছর পর সাবেক এই […]