৫ টাকায় ঈদ বাজার অনুষ্ঠিত
৫ টাকায় ঈদ বাজার অনুষ্ঠিত বুধবার দুপুর ১১টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জুলুমবস্তি (সহায়) নামে একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন পাঁচ টাকায় ঈদের বাজারের আয়োজন করে। এই বাজারে অসহায়দের জন্যে ৫ টাকায় দেয়া হয়েছে সেমাই, দুধ, চিনি, তেল, বিস্কুট, চাল ও ১টি মুরগী। জুলুমবস্তির বাজার থেকে সহায়তা নেয়া মনসুর বলেন, আমি আজ অনেক […]