করোনার দু’টি টিকা নেওয়া আছে? তবু ওমিক্রনের কোন উপসর্গ দেখা দিতে পারে
দেশ এবং রাজ্যে ক্রমশই উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। এই অন্ধকারে আশার আলো এই যে আগের দু’বারের তুলনায় সাম্প্রতিক করোনা স্ফীতিতে হাসপাতালগামী রোগীর সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। বেশিরভাগ করোনা রোগীই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে আছেন। চিকিৎসকদের মতে,ডেল্টার তুলনায় ওমিক্রন অপেক্ষাকৃত কম সক্রিয়। তাই বলে ওমিক্রন যে একেবারে থাবা বসাচ্ছে না, এমনটি নয়। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা […]