সংসার অরিন্দমের সঙ্গে, সপ্তাহান্তে অন্য সঙ্গী মীরার
সুখেই আছেন ওঁরা। সংসার আছে। একে অপরের প্রতি কর্তব্যবোধ আছে। তবে আটকে রাখার বালাই নেই। একজন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। আর এক জন গবেষক। অরিন্দম আর মীরা (নাম পরিবর্তিত)। মীরার বাড়ি বর্ধমানে। অরিন্দম বোলপুরের ছেলে। বিয়ে করার ইচ্ছা আছে। আপাতত কলকাতা শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকেন। জমিয়ে সংসার করছেন। তবে একে অপরের জীবনে […]