বুস্টার ডোজ হিসেবে কার্যকর ভ্যাক্সজেভরিয়া: অ্যাস্ট্রাজেনেকা
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাক্সজেভরিয়া টিকাকে ‘কার্যকর’ হিসেবে দাবি করে অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষ বলছে, বুস্টার ডোজ হিসেবে এই টিকাটি ওমিক্রনসহ করোনাভাইরাসের অন্যান্য ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে। বেশকিছুদিন ধরেই বুস্টার ডোজ হিসেবে ভ্যাক্সজেভরিয়ার টিকা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সেই নিরীক্ষা পর অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই দাবি করেছে। অ্যাস্ট্রেজেনেকা কর্তৃপক্ষের দাবি, ভ্যাক্সজেভরিয়া করোনাভাইরাসের আরেক মারাত্মক ধরন […]