সম্মাননা পেলেন আঁচল
বাংলাদেশের সিনেমার নন্দিত নায়িকা আঁচল। রাজু আহম্মেদ পরিচালিত ‘ভুল’ সিনেমার মধ্যদিয়ে নায়িকা হিসেবে সিনেমায় তার অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন আঁচল। যে কারণে পরবর্তীতে আঁচল দর্শককে উপহার দিতে পেরেছিলেন আরও দর্শকপ্রিয় সিনেমা ‘বেইলি রোড’,‘ জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কী প্রেম দেখাইলা’, ‘স্বপ্ন যে তুই’, ‘কিস্তিমাত’, ‘আজব প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’, […]