মণিরামপুরে একাধিক চুরির হোতা সুমন আটক
এসএম তাজাম্মুল,মণিরামপুর: যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর বটতলা থেকে ১৭মে ৬টার ভ্যান চুরির সময়ে সুমন গাজী(২৩) নামে এক চোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মেইনরোডের পাশে রাখা একটা ভ্যান চুরির চেষ্টা করছিল অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে সুমন গাজী। এসময়ে স্থানীয় কয়েকজন ঘটনাটি চুরি বুঝতে পেরে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং […]