আটলান্টিক মহাসাগরে ১৫০ বছরের দানবীয় রেল ইঞ্জিনের সন্ধান
সময়টা ২০১৩ সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভীর সমুদ্রে ডুব দিলেন পল হেপলার। তিনি পেশায় একজন ডুবুরি। ম্যাগনেটোমিটার সঙ্গে নিয়ে আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপতেই নেমেছিলেন পল। ম্যাগনেটোমিটারের সিগনালে হঠাৎ পরিবর্তন আসায় পল বুঝতে পারেন, জলের গভীরে ধাতব কোনো বস্তু রয়েছে যা আয়তনেও বিশাল। রহস্য সমাধানে আরও গভীরে নামলেন পল। সমুদ্রের ৯০ ফুট (২৭ মিটার) গভীরে […]