আঠারোবেকী নদীর বাঁধ কেঁটে দেওয়ায় দুই উপজেলার মানুষের দুর্ভোগ চরমে
সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা: খুলনা জেলার আওতাধীন তেরখাদা ও রূপসা উপজেলার সীমান্তবর্তী শেখপুরা শিয়ালী বাজারের মধ্যবর্তী স্থানে আঠারোবেকী নদীর বাঁধ কেঁটে দেওয়ায় দুই উপজেলার মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দুই উপজেলার হাজার হাজার মানুষের । ছাত্র/ছাত্রী -চাকরী জীবি রোগী সাধারণ সহ সকল শ্রেণী পেশার লোকদের অসহনীয় বিড়ম্বনার শিকার হতে হচ্ছে ।প্রতিদিন […]