রোনাল্ডোর অভাব পূরণ করতে…
করোনাকালে বেতনের খরচ কমাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নামমাত্র দামে বিক্রি করে দিয়েছে জুভেন্টাস। ছয় মাসের মাথায় সেই জুভেন্টাসই রোনাল্ডোর শূন্যতা পূরণ করতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করে নতুন স্ট্রাইকার কিনল! শুক্রবার রাতে চার বছরের চুক্তিতে ফিওরেন্তিনা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন ২২ বছর বয়সি সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। আপাতত জুভেন্টাসকে ৭৫ মিলিয়ন ইউরো গুনতে হলেও […]