তৃণমুল সাংবাদিক থেকেই দেশের অনেকেই এখন প্রতিথযশা সাংবাদিক- আবু জাফর সূর্য
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজের) সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেছেন তৃণমূল থেকে উঠে আসা অনেকেই এখন প্রতিথযশা সাংবাদিক। কেউ কেউ দেশের গন্ডি পেড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। তিনি আরও বলেন, ডেস্কের সাংবাদিকতার চেয়ে তৃণমুলে সাংবাদিকদের অনেক বেশী কাজ করতে হয়। যারা গণমাধ্যমের অফিসে সাংবাদিক হিসেবে কর্মরত তারা একটি বিট বা একটি বিষয়ের উপর কাজ […]