সাকিব এবার সোনার ব্যবসায়
এবার সোনার ব্যবসা শুরু করেছেন সাকিব আল হাসান। সোমবার নতুন এই ব্যবসার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন সাকিব। বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী হওয়ায় এই হালাল পথ বেছে নিয়েছেন বলে বিজ্ঞাপনে বাংলাদেশের এই অলরাউন্ডার জানিয়েছেন। বিজ্ঞাপনে বলা হয়েছে, স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ […]