ইমাম মাহদির আগমন
ইসলামীক ডেক্সঃ কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা কথা বলে বেড়ান। কেউ কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে। আবার কেউ কেউ বলেন, নদ-নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ। প্রকৃত বিষয়টি কী? […]