বার্সেলোনাকে রুখে দিল এস্পানিওল
কাতালান ডার্বিতে বার্সেলোনাকে রুখে দিল এস্পানিওল। লা লিগায় শনিবারের (৩১ ডিসেম্বরের) ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এক পয়েন্ট পেয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ১৪টি কার্ড দেখান আলোচিত রেফারি আন্তেনিও মাতেও লাহোজ। ম্যাচের প্রথমার্ধে মার্কোস আলনসোর গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে তার ভুলেই গোল খেয়ে বসে। […]