একবার ফুল চার্জে ২০ ঘণ্টা চলবে ওয়ানপ্লাস ইয়ারবাড
ভারতের বাজারে এলো নতুন একটি ইয়ারবাড। সম্প্রতি ‘ওয়ানপ্লাস নরড বাডস সিই’ নামের নতুন এই ইয়ারবাডটি লঞ্চ হয়েছে। সংস্থাটির দাবি, একবার ফুল চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত চলবে ইয়ারবাডটি। এতে করে অসংখ্য স্বাস্থ্য এবং স্পোর্টস ফিচার। ভয়েস কলের জন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে নয়েস ক্যান্সলিং করবে এই ইয়ারবাডটি। সঙ্গে থাকছে ১৩.৪ এমএম ড্রাইভার। মাত্র ৩.৫ গ্রাম ওজনের ইয়ারবাডটিতে […]