নির্মিত হয়েছে একক নাটক ‘রূপকথার পাঠশালা’
ধনাঢ্য বাবার একমাত্র মেয়ে কথা। কিন্তু কথা কিছুটা মধ্যবিত্ত মানসিকতার, তাই উচ্চবিত্ত বাবার ধ্যান-ধারণা ও আচরণ পছন্দ না তার। একদিন কলেজে যাওয়ার পথে এলাকার কিছু মাস্তান কথার পথ আটকে বিরক্ত করে। একই এলাকার আরেক ছেলে রূপ এসে ওই মাস্তানদের শায়েস্তা করে। অন্যদিকে, বলা নেই কওয়া নেই কথার বাবা অহংকারী মানসিকতার এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে […]