বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা দিতেন নায়ক সালমান শাহ
সালমান শাহ। বাংলা ছবির ক্ষণজন্মা এক নায়ক। অভিনয়জগতে এসে পেয়েছেন খ্যাতি, সুনাম আর কোটি ভক্তের হৃদয়। যা বাংলা সিনেমায় আজও ইতিহাস। নিজের অভিনয়দক্ষতা পোশাকে নতুনত্ব আর আধুনিকতার ছোঁয়ায় হয়েছেন স্বপ্নের নায়ক। পৌঁছেছেন সবার অন্তরে অন্তরে। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে আজ (১৯ সেপ্টেম্বর) ৫০ বছরে পা দিতেন তিনি। বাংলা সিনেমা যতদিন […]