এবার করোনায় করুনা হল না রাজনৈতিক নেতাদের
সরকার ঘোষিত টানা লকডাউনে অসহায় হয়ে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ। খেটে খাওয়া এই মানুষের ঘরে ঘরে চরম হায়াকার লক্ষ করা গেছে। ক্ষুদার যাতনা এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে অনেক পরিবারে। ধার আর সুদে টাকা নিয়ে সংসার চালাচ্ছে অনেক পরিবার। এহেন পরিস্থিতিতে ছেলেমেয়েদের মুখের হাস মল্লিন হয়ে পড়েছে। সংসারে চরম অশান্তি বিরাজ করছে। তাদের […]