সিনি শেঠি এবারের ‘মিস ইন্ডিয়া’
এ বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে তিনি এই দুর্দান্ত জয় পান। প্রতিযোগীদের প্রথমে মুম্বাই আনা হয়। সেখানে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করা হয়। দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানারআপ উত্তরপ্রদেশের শিনাতা চৌহান। বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা […]