১৭ বছরেও ইটের ছুঁয়া পায়নি সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ও শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর পাকা রাস্তা থেকে হাসামদিয়া শাহ মো. আবু জাফর টেকনিক্যাল কলেজ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা গত ১৭ বছরে ইটের ছুঁয়া পায়নি। রাস্তাটি কাঁচা থাকায় হাসামদিয়া, নিধিপুর, দৈবকনন্দপুর গ্রামের বাসিন্দা ও পথচারীদের কষ্টের সিমা নেই। এ ছাড়া ওই রাস্তা দিয়ে শাহ […]