বেড়েছে ডিম ও কাঁচামরিচ দাম,কমেছে আলুর
দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের আলুর দাম, সেই সঙ্গে বেড়েছে ডিম ও কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি রোমানা জাতের আলু ৫ টাকা কমে ২০ টাকায় এবং কাটিলাল জাতের আলু ২ টাকা কমে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে তিন দিনের ব্যবধানে প্রতি খাচি (৩০টি) ডিম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৩৩০ টাকায় […]