সারা বছর থাকে পানিশূন্য থাকে কালীগঙ্গা নদী
যে কালীগঙ্গা নদীর বুক দিয়ে চলাচল করতো জাহাজ, স্টিমার, সেই নদীর বুকে এখন বালুচর। কোথাও চাষাবাদ, কোথাও গরু চরানো কিংবা দুরন্ত কিশোরদের খেলাধুলার দৃশ্য চোখে পড়ে। বিগত চার দশক আগেও প্রমত্তা এ নদীতে ছিলো বাহারি ধরনের মাছ। এসব মাছ জেলেরা শিকার করে জীবিকা নির্বাহ করতেন। কালীগঙ্গা মৃতপ্রায় হওয়ার সাথে সাথে কমেছে মাছ। হারিয়েছে জেলেদের জীবিকা। […]