খানসামায় খরায় পুড়ছে ক্ষেতের পাট; কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ
ভরা বর্ষা মৌসুমেও পানি না থাকায় পাট নিয়ে বিপাকে পড়েছেন খানসামার কৃষকরা। আষাঢ় শেষে শ্রাবণ এলেও শুকিয়ে যাচ্ছে নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়ের পানি। ফলে পাট জাগ দেওয়া যাচ্ছে না। এজন্য অধিকাংশ কৃষক সময় পেরিয়ে গেলেও পাট কাটেননি। কেউ কেউ কাটার পর মাঠেই ফেলে রেখেছেন। এখন প্রখর রোদে ক্ষেতেই পুড়ছে এসব পাট।পানির অভাবে জাগ দিতে […]