বিরল ঘটনা, এক মাসে দু’বার গর্ভবতী নারী!
এক মাসে দু’বার গর্ভধারণের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছেন তুরস্কের এক নারী। দেশটির ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী তুরস্কে প্রথমবারের মতো এ ঘটনার জন্ম দিলেও বিশ্বে এটি ১২তম ঘটনা। খবর ডেইলি সাবাহর। গত ১০০ বছরে এ ধরনের আরও ১১টি ঘটনা ঘটেছে। তুরস্কের দৈনিক মিলিয়েতে এ নিয়ে গত ২২ মার্চ একটি প্রতিবেদন ছাপা হয়। […]