মণিরামপুরে গাঁজা-স্প্রীট বিকিকিনি কম হলেও ইয়াবা-ফেনসিডিল কারবারীরা বেপরোয়া, যুবসমাজের সাথে-সাথে বিপদগামী হচ্ছে কিশোররাও
মণিরামপুরে বিভিন্ন ঘটনায় কয়েকজন মাদককারবারীর মৃত্যু এবং প্রশাসনের নজরদারী ও অভিযানের কারণে নেশাদ্রব্য স্প্রীট ও গাঁজা বিকিকিনি অনেকটা কম হলেও ইয়াবা এবং ফেনসিডিল কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীসহ পল্লী এলাকার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে এমন কারবার বৃদ্ধি পাওয়ায় যুব সমাজের পাশাপাশি কিশোরদের একটি অংশ বিপদগামী হচ্ছে। এসব ঘটনায় পরিবারের পক্ষ […]