গাজী কালু ও চম্পাবতীর ইতিহাস
গাজী কালু ও চম্পাবতী গাজী আর কালু দুই ভাই, অচিনপুর রাজ্যে ছিল তাদের বাস। বহু সাধ্য সাধনা করে গাজী পীর অতিমানবীয় গুণ অর্জন করিল। গাজী পীরের ক্ষিপ্রতার সাথে কেহই পারিয়া উঠিত না। হঠাৎ একদিন গোপালপুরের রাজকন্যা চম্পাবতীকে দেখিয়া গাজী প্রেমে পড়িয়া গেলেন, রাজকুমারীরও চটপটে গাজী বাবাকে দেখিয়া খুব পছন্দ করিলেন; কিন্তু শর্ত দিলেন, গাজী পীরকে […]