শেষ পর্যন্ত বাংলাদেশেও গুগলের ‘কর্ম জবস’ অ্যাপ বন্ধ করা হলো
দেশের জনপ্রিয় চাকরি ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক অ্যাপ কর্ম জবসের কার্যক্রম বন্ধ করেছে গুগল। এ বছরের ৩০ জুন থেকে সেবাটি বন্ধ হয়। কার্যক্রম বন্ধ সম্পর্কে ওয়েবসাইটে একটি বার্তা প্রকাশ করেছে কর্ম জবস। কর্ম জবসের ওই বার্তায় বলা হয়েছে, আমরা ৩০ জুন কর্ম জবসকে বিদায় জানিয়েছি। একত্রে এই সময়টাতে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে উপযুক্ত চাকরি খুঁজে পেতে […]