“চরণ ছুঁয়ে যাই” এক ভারতীয় রাজনীতিক ও তাঁর মায়ের কথা
রাজনীতি মানেই কি শুধু ক্ষমতা দখলের লড়াই, তা বোধহয় নয়। এই দেশে এমন অনেক রাজনীতিবিদ রয়েছেন যাঁরা নিজের জীবন দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন।তাঁদের জীবন থেকে নেওয়া এমনই কিছু মনিমুক্তোর সন্ধান রইল এই প্রতিবেদনে। শুনশান রেলস্টেশন, একজন বৃদ্ধা দীর্ঘসময় ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অথচ তিনি জানেনওনা শেষ ট্রেন চলে গিয়েছে। আবারও পরদিন সকালে তিনি ট্রেন […]