শিখার চরিত্রে তিশা ‘রিকশা গার্ল’ নাটকে
দূর আলো জ্বললেও খুপড়ি ঘরটির সামনে অন্ধকার নেমেছে। দরজায় কড়া নেড়ে তিশা জিজ্ঞাসা করেন—‘আরে ঘর অন্ধকার ক্যান।’ তারপর দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে লাইট জ্বালিয়ে দেন তিশা। জিজ্ঞাসা করেন, ‘আরে আইচক্যা এত তাড়াতাড়ি ঘুমাই পড়লি? ওই পরী উট, ক্ষুধা লাগছে। চল দুইজন মিলা কিছু খাই।’ পরীর কোনো সাড়া মেলে না। বিছানায় গিয়ে পরীকে ধাক্কা […]