‘আহা জীবন’ গোয়া চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নাটক
ভারতের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে এবার শর্ট ফিল্ম ক্যাটাগরিতে লড়ছে বাংলাদেশের নাটক ‘আহা জীবন’। আজাদ কালামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সামিয়া হক। ফেস্টিভ্যালে ‘আহা জীবন’ নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে নির্মাতা আজাদ কালাম বলেন, প্রত্যেক নির্মাতাই চান নিজের বেস্ট আউটপুট দিতে, আমিও আমার নির্মাণে সর্বোচ্চ চেষ্টা করেছি। নাটকটি ঈদে প্রচারের পরও বেশ […]