মণিরামপুরে পূর্বশত্রুতার জের ধরে মারধর ও চাঁদা দাবী,আদালতে মামলা
এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরের গৌরীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মোঃ তানভীর হোসেন মুরাদ নামের এক যুবককে পথের মাঝে গতিরোধ করে মারধর ও পরে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে মারধরের স্বীকার হওয়া তানভীরের মা মোছাঃ মরিয়াম বেগম বাদী হয়ে বিজ্ঞ অতিঃচীফ জুডিঃ ম্যাজিঃআমলী মণিরামপুর আদালতে একটি মামলা দায়ের করেছে। গত […]