বোয়ালমারীতে তিন বস্তায় ৯০ কেজি করে চাল পেলেন ভি ডাবলু বি কার্ডধারী
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে পরিষদে বুধবার (৫ এপ্রিল) ১৯২ জন ভি ডাবলু বি কার্ডধারীদের মধ্যে চাল বতরণ করা হয়। প্রতিজন কার্ডধারীকে তিন বস্তায় ৯০ কেজি চাল দেয়া হয। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন, রুপাপাত ইইনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ট্যাক অফিসার উপজেলা […]