টনসিলের সমস্যায় কী করবেন শীতে
শীতের ভোগান্তির মধ্যে টনসিলের ব্যথা বেশ পরিচিত সমস্যা ৷ সাধারণত জীবাণুঘটিত সংক্রমণ থেকেই গলা ও কানে টনসিলের যন্ত্রণা হয়৷ শারীরিক এই সমস্যা সারতে বেশ সময় নেয়৷ টনসিলের সমস্যায় গলার দু’পাশে এবং চোয়ালের নীচে ফুলে যায় ও যন্ত্রণা হয়৷ অনেকেরই টনসিল সমস্যা থাকলে খাবার চিবিয়ে এবং গিলে খেতে অসুবিধে হয়৷ টনসিলের সমস্যায় আরাম পেতে ঘরোয়া কিছু […]