কলারোয়ার ধানদিয়ার টমেটো চাষী কাজিরুল ইসলামের সফলতা
দেবাশীষ চক্রবর্তী বাবু,কলারোয়া: কলারোয়ার ধানদিয়া মাঠে টমেটো চাষ করে সফল হয়েছেন কাজিরুল ইসলাম, কিন্তু সফলতার পেছনে রয়েছে নানা প্রতিকূলতা। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে টমেটো চাষে সফল হয়েছেন।তিনি বাটরা গ্রামের আব্দুল লতিফ দালালের ছেলে কাজিরুল ইসলাম। তিনি ধানদিয়া মাঠে ১.৫ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ শুরু করেন, তার নিজস্ব ফান্ডে অর্থ না থাকায় লোন […]