রেলের টিকিট বিক্রির পদ্ধতি পরিবর্তন করা হয়েছে
রেলের টিকিট বিক্রির পদ্ধতি শনিবার (২৬ মার্চ) থেকে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘রেলসেবা’ অ্যাপে আর মিলবে না টিকিট। অনলাইনে ট্রেনের টিকিট মিলবে শুধু eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে। এতদিন অনলাইনে রেলের টিকিট বিক্রি করা হচ্ছিল ‘রেলসেবা’ অ্যাপে। এছাড়া ‘ই-সেবা’ ওয়েবসাইট থেকেও মিলতো ট্রেনের অনলাইন টিকিট। রেলের অনলাইন টিকিট বিক্রিতে এখন থেকে এ দুই অনলাইন প্ল্যাটফর্মই বাতিল […]