নিষ্পত্তিতে সময় লাগে ২০ বছর
সাক্ষীর অভাবে আটকে থাকে শুনানি তদন্ত, চার্জশিট প্রতিটি ধাপেই অস্বাভাবিক সময় ব্যয় বিচারিক আদালতের রায়ের পরও হাইকোর্টে এসেই স্থবির বিচার শেষের আগেই সংশ্লিষ্ট কোর্টের বিচারক বদলি সাক্ষী আনার দায়িত্বে অবহেলা তদন্ত কর্মকর্তার হত্যা মামলায় বিচারিক আদালতে মনিটরিং জরুরি: মত বিশেষজ্ঞদের তদন্তে সময়ক্ষেপণ। চার্জশিট দাখিলে গাফিলতি। সাক্ষী হাজিরে অপারগতা ও রাষ্ট্রপক্ষের অদক্ষতায় হত্যা মামলা নিষ্পত্তিতে কেটে […]