বাগেরহাটের মোংলায় তেলবাহী ট্যাংকারে আগুন, আহত-২
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশনের তেল বহনকারী ওটি সি লিংক নামক ১ টি ট্যাংকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আহত হয়েছে ট্যাংকারটির ২ কর্মচারী। তবে তেমন কোন হ্ময়হ্মতি হয়নি তেলবাহি জাহাজটির। বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন, জানান, চট্রগ্রাম থেকে মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশন মোংলা ডিপোর তেল […]