পায়ে ব্যান্ডেজ, বিছানায় শুয়ে যা করলেন দিশা!
পায়ের চোট! গামলায় বরফ-জল নিয়ে তাতে ডান পায়ের পাতা ডুবিয়ে চেয়ারে বসে আছেন দিশা পটানি। ছবির নীচে লিখেছেন, ‘আমি কি এক সপ্তাহের জন্য আঘাত-মুক্ত হতে পারি? কেন আমার সঙ্গে এ রকম হয়?’ জলভরা চোখের ইমোজি দিলেন নায়িকা। তার পরের ছবিতে শুশ্রূষার পরের ধাপ। চিকিৎসার প্রয়োজনে বিশেষ ধরনের ব্যান্ডেজে শক্ত করে জড়ানো দিশার ডান পা। কীভাবে […]