যমজ দুইবোন বাড়িতে গেলো কফিনে
রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ মৃতদের স্বজনরা জানায়, মা শিমু আক্তার ও নানি দুলু বেগম লামিয়া ও সামিয়াকে নিয়ে বৃহস্পতিবার তাদের দাদার বাড়ি বরগুনায় বেড়াতে আসছিলেন। বাবা রফিক অফিসের কাজে ব্যস্ত থাকায় তার আসা হয় নি। বৃহস্পতিবার রাতে সদরঘাট থেকে এমভি অভিযান-১০ লঞ্চটিতে ওঠেন তারা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত যমজ দুই বোন শিশু লামিয়া ও সামিয়া। […]