রিয়াজের সঙ্গে কান্না করা সেই শিল্পী ফের কাঁদলেন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণার শুরুর দিকে এফডিসিতে ভোটাধিকার থেকে বঞ্চিত এক ঝাঁক সহশিল্পী নিয়ে হাউমাউ করে কেঁদেছিলেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজকে পাশে পেয়ে সেদিন ষাটোর্ধ নাজিম উদ্দীনের কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের হৃদয় ছুঁয়ে যায়। অনেকে আবার ট্রলেও মাতেন। সেই অভিনেতা এবারও কাঁদলেন, তবে খুশিতে। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে জয়ী […]