কিভাবে করব ঈদ! নিজের চিকিৎসার টাকায় জোগাড় করতে পারছি না
মনিরামপুর প্রতিনিধিঃ হঠাৎই উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের অপজিটে বিথী স্টরে দেখা হয় আব্দুর সবুর(৪৫) এর সাথে। কথা বার্তার এক পর্যায়ে তিনি উপজেলা প্রেসক্লাব মণিরামপুরের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তীকে বলেন, আমি সড়ক দুর্ঘটনায় বিগত পাঁচ বছর থেকে অসুস্থ এবং কর্মহীন। চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল হারিয়েছি ও মানুষের সহযোগিতা নিয়ে এখনো বেঁচে আছি। আব্দুর সবুর পাড়ালা গ্রামের […]