খুলনার কয়রা উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা
শেখ খায়রুল ইসলাম: ছলাৎ ছলাৎ শব্দে নানা বাদ্য যন্ত্র বাজিয়ে বৈঠা চালিয়ে প্রাণপণ ছুটে চলা।ঝাঁজ,কাঁসি বাজিয়ে শব্দ করে নৌকার দলনেতা সতীর্থদের উৎসাহ জোগান। নৌকাবাইচে সরু,লম্বাটে নৌকা কপোতাক্ষ নদের জল কেটে দ্রুত এগিয়ে চলে।যা দেখে রীতিমতো মুগ্ধ কপোতাক্ষ নদের দুই পাড়ের মানুষ। সোমবার বিকেলে খুলনার কয়রায় কপোতাক্ষ নদে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা।বাইচ শুরুর আগেই কপোতাক্ষ […]