স্বীকৃতির ২৯ বছর পার হলেও সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয়নি
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ৯ম ও ১০ম শ্রেণির স্বীকৃতির ২৯ বছর পার হলেও ঝরেপড়া ও কর্মজীবী শিশুদের সাতক্ষীরা জেলার একমাত্র ব্যতিক্রমধর্মী ও বিশেষায়িত নৈশকালীন শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের আজও ‘মাধ্যমিক স্তর’ এমপিওভুক্ত হয়নি। ১৯৮৫ সালে বিদ্যালয়টির ‘নিম্ন মাধ্যমিক স্তর’ এমপিওভুক্ত হওয়ার পর ৯ম ও ১০ম শ্রেণির স্বীকৃতির ২৯ বছর ‘মাধ্যমিক স্তর’ […]