মমতার জয়ে স্টারদের টুইট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। মমতা ব্যানার্জির ভূমিধ্বস জয়ে ভূমিকা রেখেছেন টালিউডের বেশ কয়েকজন সেলিব্রেটি। তাদের মধ্যে নুসরাত জাহান একজন। গতবার তৃণমূলের টিকিয়ে বসুরহাট থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবার ভোট করেননি। গোটা পশ্চিমবঙ্গে প্রচারে দিদির বার্তা পেৌছে দিয়েছেন ঘরে ঘরে। তাই তো তৃণমূলের জয়ে উচ্ছ্বসিত নুসরাত। টালিউড নায়িকার টুইটে সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। […]