খানসামায় পৃথক দুই স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুই স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারের কুমারপাড়া নামক এলাকায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে বিবস্ত্র অবস্থায় শ্রী অপো রাণী রায় (২৩) নামে লাশ পথচারীরা দেখতে পায়। এবং লাশের পাশেই বিপাশা রাণী রায়কে (১০) বছরের […]