মহম্মদপুরের নহাটায় ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু আরাফাতের প্রাণ
মাগুরা জেলার মহম্মদপুরের নহাটায় ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু আরাফাতের প্রাণ । নিহত ঐ শিশুর নাম আরাফাত হোসেন(১১)। সে ঐ এলাকার দরিসালধা গ্রামের ধলু মিয়ার পুত্র এবং নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। নিহত আরাফাতের বড় এক ভাই আছে। সোমবার (৩ এপ্রিল) বিকেল অনুমান ৩.৩০ ঘটিকার সময় নহাটা বাজারের ইন্দ্রপুর গোরস্থান মোড়ে দশ চাকা […]